হাইকোর্টের প্রাক্তন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর পারিবারিক উদ্যোগে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ জুমআ স্থানীয় শিওরখাল জামে মসজিদে আয়োজিত এ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শিওরখাল জামে মসজিদের ইমাম মাওলানা বুরহান উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন – হাইকোর্টের প্রাক্তন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য আইয়ুব উল্বাহ, শিক্ষানুরাগী জাহাঙ্গীর চৌধুরী, প্রবীণ মুরব্বী তাজ উল্লাহ, মুসলিম আলী, হাফিজ উস্তার আলী, বিচারপতির নজরুল ইসলাম চৌধুরীর ছোট ভাই জয়নুল ইসলাম চৌধুরী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থসম্পাদক এসএম হেলালসহ এলাকার সর্বস্তরের মুসল্লিগণ পরে শিরনী বিতরণ করা হয়।