বালাগঞ্জে মরহুম শাহ মন্তাজ আলী হাফিজিয়া নূরানীয়া মাদ্রাসা এণ্ড এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬মার্চ) দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত আয়োজিত এ ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দীন রাজু এবং প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লণ্ডনী।মরহুম শাহ মন্তাজ আলী হাফিজিয়া নূরানীয়া মাদ্রাসা এণ্ড এতিমখানার শিক্ষাসচিব মাওলানা মুজিবুর রহমান সারীঘাটি এবং সহকারি শিক্ষাসচিব মাওলানা জাহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুরের শায়খুল হাদিস মাওলানা সাদ উদ্দিন ভাদেশ্বরী, মাওলানা আব্দুর রহমান কলুমা, মুফতি আব্দুল্লাহ্, মাওলানা আব্দুল কাইয়ুম হাজিপুরী, হাফিজ মুফতি আনোয়ার হুসেন শরিয়তপুরী, হাফিজ মাওলানা সাইদুর রহমান মুক্তাগাছা, হাফিজ মাওলানা আতিকুর রহমান সিরাজপুরী ও হাফিজ মুফতি ছালেহ আহমদ মক্কী।ওয়াজ মাহফিলে দেশ-জাতী ও মুরদেগানদের মাগফেরাত কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন হযরত গহরপুরী (রহ.)’র খলিফা শায়খুল হাদিস মাওলানা মো. সাদ উদ্দিন ভাদেশ্বরী।