সিএসই সোসাইটির উদ্যোগে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের স্পিং ২০২৩ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান। রবিবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বটেশ্বরস্থ স্থায়ী ক্যাম্পাসের এম. হাবিবুর রহমান লাইব্রেরি হলে দুই ধাপে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।
সিএসই ৫৭ ব্যাচের জয়নাল আবেদিন কোরেশি ও ফাতিমা খান রিতুর উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওতের মধ্যে দিয়ে আজকের বর্ণিল নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়। তারপর শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেন সি.এস.ই সোসাইটির সদস্যরা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মাহফুজুল হাসান।
শিক্ষার্থীদের উদ্দেশ্য একে একে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. নজরুল হক চৌধুরী, প্রভাষক মুশতাক শাহরিয়ার রাফি, নাবিলা জান্নাত রিফা প্রমুখ। শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রম নিয়ে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন ছাত্র কল্যান উপদেষ্ঠা ও আই.কিউ.এসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মোকাম্মেল ওয়াহিদ।
প্রধান অতিথির বক্তব্য উপ-উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আধুনিক তথ্য প্রযুক্তি শিক্ষার কোন বিকল্প নেই। তাছাড়া তিনি মানসম্মত শিক্ষা প্রদানে এবং দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের সফল শিক্ষার্থীদের উদাহারণ টেনে মেট্রোপলিট্রন ইউনিভার্সিটির ভূয়সী প্রশংসা করেন। শিক্ষার্থীদের জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলে সাধারণ মানুষের কল্যাণে এবং দেশ ও জাতির উন্নয়নে কিভাবে কাজ করা যায় তার উপর বিশেষ গুরুত্বরোপ করেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তারেক ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সকল সম্মানিত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।