সিলেটের দক্ষিণ সুরমার ২৯ নম্বর ওয়ার্ডের অর্ন্তগত ধরাধরপুর জামে মসজিদ কমিটির উদ্যোগে তিন প্রবাসীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ২৩ জানুয়ারি সোমবার রাতে সিলেট চেম্বার অব কর্মাস ইনড্রাটিজ এর পরিচালক হুমায়ুন আহমদ এর বাংলোতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনাপ্রাপ্তরা হলেন – যুক্তরাজ্য প্রবাসী ইকবাল আহমদ, ধরাধরপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সেক্রেটারি শাহ আফজল ও স্পেন প্রবাসী মোস্তাক আলী।
ধরাধরপুর জামে মসজিদ কমিটির মোতাওয়াল্লী হুমায়ুন আহমদের সভাপতিত্বে ও তরুণ সমাজকর্মী আমিনুল ইসলামের পরিচালনায় সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী ইকবাল আহমদ ও শাহ আফজল এবং স্পেন প্রবাসী মোস্তাক আলী ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন – ধরাধরপুর জামে মসজিদ কমিটির সেক্রেটারি কামরুল হোসেন, সহকারী মোতাওয়াল্লী সিরাজুল ইসলাম চুনু, কোষাধ্যক্ষ আলতাজ হোসেন, সদস্য মাজহারুল ইসলাম শাকিল, তারেক মিয়া সোয়েব, আব্দুর রউফ উজ্জ্বল, জয়নাল উদ্দিন, ময়নুল ইসলাম, নিজাম খান, সেবুল হুসেন বাদশা, শহিদুল ইসলাম রনি, সামাদ আহমদ, রায়হান আহমদ, আব্বাস মিয়া, এমাদ আহমদ, রিজান আহমদ, নোমান আহসদ, তায়েফ মিয়া, শাকিব আহমদ, ফরহাদ আহমদ, সজিব, শিপন আহমদ, মিহাদ আহমদ, সামি আহমদ, ফাহমিদ, মুয়াইমিন, ইউনুস আলী, তায়েফ আহমদ প্রমুখ।
সভায় বক্তরা বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। প্রবাসীরা দেশের অর্থনীতির প্রাণ। সভায় সংবর্ধিত অতিথি প্রবাসীরা বলেন, আপনারা আমাদেরকে যে সম্মান দিয়েছেন তা তাদের আজীবন মনে থাকবে। বর্তমান কমিটি অত্যন্ত প্রশংসার সাথে মসজিদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে উল্লেখ করে তারা চলমান ঈদগাহের নির্মাণ কাজে সহযোগিতার আশ্বাস দেন। সংবাদ বিজ্ঞপ্তি