ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারার কটালপুর ক্রিকেট প্রিমিয়ার লীগের ১১ তম ম্যাচে ১২ রানে টানা তৃতীয় জয় নিশ্চিত করেছে লায়ন্স ক্রিকেট ক্লাব ইলাশপুর।
ঐতিহ্যবাহী পশ্চিম কটালপুর ভি টি মাঠে ইউপি ক্রিকেট বনাম লায়ন্স ক্রিকেট ক্লাব ইলাশপুর এর মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচ মঙ্গলবার বিকাল ২:১৫ শুরু হয়।
লায়ন্স ক্রিকেট ক্লাব ইলাশপুরের ক্যাপ্টেন মোমিন টসে জয়ী হয়ে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহন করেন। নির্ধারিত ১৬ ওভার ব্যাট করে ৮উইকেট হারিয়ে ১৭৭রান করে তারা। সর্বোচ্চ রান আসে ক্যাপ্টেন মোমিন এর ব্যাট থেকে ৪৮, দ্বিতীয় শামিম ৪৩ এবং সামাদ ২০।
হাসান, সাজ্জাদ, লিমন ২টি করে উইকেট নেয়।
টসে হেরে টার্গেট খেলতে নামে ইউ পি ক্রিকেট ক্লাব। ধারুন সম্ভাবনা জাগিয়ে ব্যাটিং ব্যার্থতায় নির্ধারিত ১৬ ওভারে মধ্য ১৫. ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৬৫ রান করতে সক্ষম হয়।
সর্বোচ্চ নয়ন ৩৬, অভি ২৮, ক্যাপ্টেন হাসান ২১।
সর্বোচ্চ উইকেট ৫ শিকার করেন শাকিল, ক্যাপ্টেন মোমিন ৩ উইকেট এবং সামাদ ২ টি করে উইকেট নেয়।
খেলা পরিচালনা করেন জাকের আহমদ ও জুনিয়র হোসাইন। স্কোর বোর্ডের দ্বায়িতে থাকেন সাদিক আহমদ।