বালাগঞ্জে নিষিদ্ধ জাটকা মাছ বিক্রির দায়ে দুজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১১ জুলাই সন্ধ্যারাতে বালাগঞ্জ বাজারের মাছ বাজারে ফরমালিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনাকালে নিষিদ্ধ জাটকা মাছ বিক্রির দায়ে দুজনকে এ জরিমানা প্রদান করা হয়। তবে বাজারের কোন পণ্যে ফরমালিন পাওয়া যায়নি।
ফরমালিন বিরোধী এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুস সাকিব। এসময় তাঁর সাথে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক।