শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ওসমানীনগরে পারিবারিক উদ্যোগে এমএজি ওসমানীর মৃত্যুবার্ষিকী পালিত



ওসমানীনগরে মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এমএজি ওসমানীর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি (রোববার) উপজেলার দয়ামীর জলালপাড়াস্থ তাঁহার নিজবাড়ীতে পারিবারিক উদ্যোগে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম ফখর উদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, বালাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমএ মতিন, পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম আনোয়ারুল হক, উছমানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী সিকদার, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদ জগলু চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, ওসমানী নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিমা সুলতানা সুমি, বালাগঞ্জ বণিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া, আওয়ামী লীগ নেতা ড. এনামুল হক সরদার, ফেরদৌস খান, আফরুজ আলী মেম্বার, কিবরিয়া মিয়া, দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, জাপা নেতা আব্দুর রব, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাব উদ্দিন শাহীন, সাংবাদিক বদরুল আলম চৌধুরী, মো. জিল্লুর রহমান জিলু, আবু-হানিফা, এসএম হেলালসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ শরিক হন।

এসময় আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান, এমএজি ওসমানী পরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যাংকার টিটু ওসমানী। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দয়ামীর মাদ্রাসার মুহতামিম মাওলানা মশাহিদ আলী।

উল্লেখ্য, এমএজি ওসমানী সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা (বর্তমান ওসমানী নগর উপজেলা) দয়ামীর জলালপাড়া গ্রামের খান বাহাদুর মফিজুর রহমান ও জোবেদা খাতুনের পুত্র। দুই ভাই ও এক বোনের মধ্যে এমএজি ওসমানী সবার ছোট ছিলেন। তিনি ১৯৮৪ সালে ১৬ ফেব্রয়ারি লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!