বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ফেঞ্চুগঞ্জ সারকারখানা বাজারে আগুন : দুটি দোকান ভস্মীভূত, ক্ষতির পরিমান ১৫ লক্ষ টাকা



সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানা (এসএফসিএল) বাজারে এক বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছ। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬ ঘটিকার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সারাকারখানার বাসিন্দা মুহিব উদ্দিন বাদল হাঁটতে বের হলে তিনি কবির সু স্টোরে আগুন দেখতে পান। সাথে সাথে তিনি সারাকারখানায় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে জানান। সারাকারখানা প্রশাসন ও ফায়ার সার্ভিস দ্রুত সেখানে পৌঁছে। এরই মধ্যে জানানো হয় ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসকে তারা ও দ্রুত পৌঁছে যৌথভাবে আগুন নেবানোর চেষ্টা করে।

তবে এরই মধ্যে পুড়ে ছাই হয়ে যায় কবির সু ষ্টোর। পাশের দোকান কবির ক্লথ, হোসেন ভেরাইটিজ ষ্টোর, মা টেলিকম ও রায় ষ্টোরে বড় ধরনের ক্ষতি হয়েছে। দুটি ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দেড় ঘন্টার ভিতরে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মিজানুর রহমান জানান বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। কবির সু ষ্টোর ও কবির ক্লথ মিলে ক্ষতির পরিমান ১০লক্ষ টাকা বলে প্রাথমিক ভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস। বাকি গুলোর পরিমান আরো ৫ থেকে আট লাখ বলে ধারনা করছেন ব্যবসায়ীরা।

কবির সু ষ্টোররে স্বত্বাধিকারী কবির জানান, প্রতিদিনের মতো তিনি রাতে দোকান বন্ধ করে যান। সকালে মুহিব উদ্দিন বাদলের ফোনে তিনি জানতে পারেন তার দোকান আগুনে পুড়ছে। দ্রুত এসে কাপড়ের দোকানের কাপড়ে বের করেন। এতে অনেক কাপড় নষ্ট হয়। পাশের দোকান হোসেন ভেরাইটিজ ষ্টোরের ও সমান বক্তব্য। তাঁর দেকানের মাল আগুনে ক্ষতি না হলে পানিতে ভিজে নষ্ট হয়েছে।বাকি দোকানের মাল গুলোর একই অবস্থা।

এ ব্যাপারে জানতে চাইলে কারখানার ব্যবস্থাপনা পরিচালাক প্রকৌশলী মনিরুল হকের ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

সারকারখানা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বলেন, অগ্নিকান্ডে বড় ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। আল্লাহ বাঁচিয়েছে নয়তো আরো বড় ক্ষতি হতে পারত।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!