রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারথন ২০২১ সম্পন্ন



বালাগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারথন ২০২১ সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৩ মার্চ) সকাল ৯:৩০ ঘটিকায় এ ম্যারাথন বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন হতে শুরু হয়ে আদিত্যপুর তিলকচানপুর মাদ্রাসা হয়ে আবার ডিএন উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, জালালাবাদ সেনানিবাস এর লেফটেন্ট আরিফুল হক, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া, বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাংবাদিক শাহাাব উদ্দিন শাহীন, মোঃ কাজল মিয়া, এস আই রাহুল, এস আই আরিফ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, উপজেলার দেওয়ান বাজার ও পূর্বগৌরিপুরে পৃথকভাবে একই সময়ে ম্যারাথন অনুষ্ঠিত হয়। তিনটি স্থানে প্রায় পনেরশ জন প্রতিযোগী অংশ নেয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!