বালাগঞ্জ উপজেলার নন-গেজেটেড চাকুরীজীবি কল্যাণ ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার (১১ জানুয়ারি) বালাগঞ্জ সদরস্থ ক্লাবের নিজ কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি আবুল কাশেম হিমেল, সহসভাপতি তৈয়বুর রহমান, মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সুখলাম্বর চন্দ্র নাথ, সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক সমির বরন রায়, ক্রীড়া সম্পাদক সাব্বির আহমদ, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ শামিম, প্রচার ও
প্রকাশনা সম্পাদক সামসুল হক, মহিলা বিষয়ক সম্পাদিকা রোমানা খানম, কার্যনির্বাহী সদস্য – নুরুল আমিন, আব্দুর রহিম, শহিদুল ইসলাম, আব্দুর রহমান নির্বাচিত হন।
সাধারণ সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন – আমাদের অনেক দায়দাবী রয়েছে, সেগুলো উপজেলা চেয়ারম্যান ও ইউএনও স্যারের সাথে আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে আদায় করা হবে।
পরিশেষে ক্লাবের সকল সদস্যদের কল্যাণে নতুন কমিটি কাজ করবে বলে তাঁরা জানান।