১৩ জানুয়ারী ২০২১ বুধবার ঐতিহ্যবাহী পশ্চিম কটাল পুর ভি.টি মাটে কে.পি স্পোর্টিং ক্লাব বনাম সবুজ বাংলা ক্রিকেট ক্লাব এর মধ্যকার গ্রুপ পর্বের ৩য় ম্যাচ বুধবার বিকাল ২:১৫ শুরু হয়।
সবুজ বাংলা ক্লাবের ক্যাপ্টেন তানভীর আহমদ টসে জয়ী হয়ে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহন করেন। নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রানের টার্গেট দেয় তারা, সর্বোচ্চ এনায়েত করিম সাঈদ ৫০, রাসেল ৩০, জুমান২২, বেলাল ৩, রুবেল ২এবং সাইমুম ও সালমান ১টি করে উইকেট নেয়।
টসে হেরে বড় টার্গেট খেলতে নামে কেপি স্পোর্টিং ক্লাব ব্যাটিং ব্যার্থতায় নির্ধারিত ১৬ ওভারে মধ্যে ১১.১ বলে সবকটি উইকেট হারিয়ে ৮৫ রান করতে সক্ষম হয়। আদি ১২, সালমান ১১ রান।এনায়েত করিম সাঈদ ও জুবের ৩টি করে এবং ক্যাপ্টেন তানভীর ২টি উইকেট নেয়।
কুইক মার্ট অনলাইন ক্লথ শপের সৌজন্য লাইভ ব্রডকাস্টিং এবং ধারা বিবরনী দেন হোসাইন আহমেদ এবং আবু তাহের।
খেলা পরিচালনা করেন আবু তাহের ও তারেক এবং জাকের আহমদ। স্কোর বোর্ডের দ্বায়িতে থাকেন সালমান (মহিদ পুর)। ম্যান অব দ্যা ম্যাচ এনায়েত করিম সাঈদ।