বালাগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ এপ্রিল) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তারের সভাপতিত্বে সভার আলোচনায় অংশ নেন – সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্ত্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাবউদ্দিন শিহাব , পূর্বগৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুজিবুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল আলম নজম, পশ্চিম গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মাখন, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, এজিএম আব্দুর রশীদ, প্রাণী সম্পদ অফিসার কর্ণ চন্দ্র মল্লিক, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা লাকী রানী দে, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশিদ, উপজেলা প্রাথমিক অফিসার আব্দুর রাকিব ভুইয়া, সমাজ সেবা অফিসার জুয়েল আহমদ, বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, তয়রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম আকন্দ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আলাল মিয়া, দুদক সেক্রেটারি শাহাবুদ্দিন শাহীন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মুহিবুর রহমান, মহিলা বিষয়ক অফিসের রোমানা আক্তার নিপু, সিএ দারা মিয়া, সিরাজুল ইসলাম, অফিস সহকারী তোফায়েল আহমদ জাবেদ প্রমুখ।
সভায় রমজান মাসে বালাগঞ্জ উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার উপর গুরুত্বারোপ, সরকারের নির্দেশনা অনুযায়ী পহেলা বৈশাখ সুষ্ঠুভাবে পালন ও টিসিবির পণ্য দ্বিতীয় ধাপে যাতে করে ক্রেতারা ডিলারদের কাছ থেকে ক্রয় করতে পারে সেদিকে দায়িত্বশীলদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।