বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী রেজওয়ান আলী কয়েছের পারিবারিক অর্থায়নে গ্রামের ৪শ ফুট সড়ক পাকাকরণ করা হয়েছে। সাড়ে ৩লাখ টাকা ব্যয়ে গত বুধবার (০৩ মার্চ) এ সড়ক পাকাকরণ করা হয়। স্থানীয় ২০টি পরিবারের যাতায়াতের এ সড়কটি রেজওয়ান আলী কয়েছের পিতা মৃত হাজী জাবিদ আলী ও মাতা মৃত হাজী সুন্দর বিবি স্মরণে পাকাকরণ করা হয়েছে। পাকাকরণ কাজের ভিত্তিস্থাপন করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী রেজওয়ান আলী কয়েছ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী মনোহর খান, হাজী আব্দুল ওয়াহিদ, আব্দুর রুপ, আব্দুস সাত্তার, নজির মিয়া, নেফুর মিয়া, সুনুর মিয়া, আব্দুস শহীদ, হেলাল মিয়া, সমছু মিয়া, ফুজায়েল খান সাজু, রাজু খান, জহির খান, লুৎফুর রহমান, তুরণ মিয়া, রেনু মিয়া, তালিমুল ইসলাম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন শিওরখাল মাঝপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেন নোমান।