শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

করোনার নতুন ধরণের বিরুদ্ধে কার্যকরিতা নিয়ে আত্মবিশ্বাসী মডার্নার ভ্যাকসিন



বৃটেনে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ধরণের বিরুদ্ধে মানবদেহে কার্যকরি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে মডার্নার ভ্যাকসিন। বুধবার করোনার ভ্যাকসিন উদ্ভাবনকারী প্রতিষ্ঠানটি এমন আশার কথা জানিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, তারা করোনার নতুন ধরণের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকরিতা নিশ্চিত হতে ট্রায়ালে যাচ্ছে। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, বৃটিশ সরকার যখন করোনার নতুন ধরণকে নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে কঠিন লকডাউন ঘোষণার পরিকল্পনা করছে তখনই মডার্না ওই দাবি করেছে। এরইমধ্যে যুক্তরাষ্ট্রে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে মডার্নার ভ্যাকসিন। কোম্পানিটি জানিয়েছে যে, নতুন ধরণের বিরুদ্ধে তাদের ভ্যাকসিনের কার্যকরিতা নিয়ে তারা আশাবাদি।

এক বিবৃতিতে মডার্ন বলেছে, আমরা এরই মধ্যে সার্স-কোভ-২ ভাইরাসের একাধিক ধরণের বিরুদ্ধে আমাদের ভ্যাকসিনের কার্যকরিতা প্রমাণ করেছি। প্রথম আবির্ভাবের পর থেকে প্রাণী ও মানবদেহে অনেকবার এই ভ্যাকসিনের ট্রায়াল সম্পন্ন হয়েছে।

সবগুলো ক্ষেত্রেই ভ্যাকসিন সমানভাবে কার্যকর বলে প্রমাণ পাওয়া গেছে। তারপরেও যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটি বলছে, তারা নতুন ধরণের বিরুদ্ধে কার্যকরিতা নিশ্চিতে পরীক্ষা চালাবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!