শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা



প্রতীকী ছবি

বালাগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় উপজেলার দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নংঃ ১, তারিখঃ ১১.১০.১৮ ইং। মামলায় অজ্ঞাত ১৪০/১৫০ জনকে আসামী করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জালাল উদ্দিন। উল্লেখ্য, গত ১০ অক্টোবর দিবাগত রাতে বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজার, দেওয়ান বাজার ইউনিয়নের মোরার বাজার এবং স্থানীয় সিরাজপুর ও সুলতানপুর গ্রামে ককটেল বিস্ফোরণ হয়। মামলায় এখন পর্যন্ত কোনো আসামীদের গ্রেফতার করা হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা ও বালাগঞ্জ থানার এস আই কামরুল হাসান আসামীদের ধরতে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত আসামীদের গ্রেফতারের তৎপরতা চলছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!