সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন আজ ২৫ ডিসেম্বর শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে মারা যান।
তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ ও কিডনি জনিত কারণে অসুস্থ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য গত এক সপ্তাহ পূর্বে ঢাকায় স্থানান্তরিত করা হয়।
উল্লেখ্য- গত ২০১৮ সালের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন। আজ শুক্রবার দুপুরে তার মৃত্যুর খবর নিশ্চিত করে পরিবার।
২৬ ডিসেম্বর শনিবার বেলা দুইটায় ঘিলাছড়া শাহ সৈয়দ আলী মাজার সংলগ্ন ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।