বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে থানা পুলিশের উদ্যোগে ৭ই মার্চ পালন ও উন্নয়নশীল দেশে উত্তরণে আনন্দ উদযাপন



বালাগঞ্জে থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (৭ মার্চ) বিকালে বালাগঞ্জ থানা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর।

বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনেদ মিয়া, মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, বালাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বণিক, পূর্বগৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পূর্ব পৈলনপুর পুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন।

সাংবাদিকদের মধ্যে – বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল, সদস্য আবুল কাশেম অফিক, তারেক আহমদ, সাংবাদিক জাকির হোসেন জাগির, আমীর আলী, জায়েদ আহমদসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!