শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের ৬ ইউনিয়নে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা



বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার (০৬ মার্চ) বালাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশীদ স্বাক্ষরিত পত্রে এসব কমিটি অনুমোদন প্রদান করা হয়। প্রতিটি ইউনিয়নে ১জনকে আহ্বায়ক এবং আরও ১৪জনকে সদস্য করে এসব কমিটি ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১নং পূর্ব পৈলনপুর ইউনিয়ন শাখার নব-গঠিত কমিটিতে আহ্বায়ক মনোনীত হয়েছেন মো. নজরুল ইসলাম জিতু। ২নং বোয়ালজুড় ইউনিয়নে আহ্বায়ক মনোনীত হয়েছেন হাজী রফিক আহমদ, ৩নং দেওয়ান বাজার ইউনিয়নে আহ্বায়ক মনোনীত হয়েছেন মো. আজমল আলী মাসুক, ৪নং পশ্চিম গৌরীপুর ইউনিয়নে আহ্বায়ক মনোনীত হয়েছেন মাওলানা মনির হুসেন, ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়নে আহ্বায়ক মনোনীত হয়েছেন মো. ইউনুছ আলী এবং ৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়নে আহ্বায়ক মনোনীত হয়েছেন আব্দুর রব সিদ্দিকী।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!