রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলকে ভাতা ও প্লট দেয়ার দাবি সংসদে



বিশ্বকাপ বিজয়ের ঢেউ লেগেছে সংসদেও। যুব বিশ্বকাপে শিরোপা অর্জন করায় অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এর সঙ্গে যোগ দিয়েছেন মন্ত্রী-এমপিরাও।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাবিগুলো তুলে ধরেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। এরপর তার সঙ্গে একমত পোষণ করে গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ একই দাবি জানান। মুজিবুল হক বলেন, স্বাধীনতার সময় আমরা যে আনন্দ উপভোগ করেছিলাম। গতকাল অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দল বিশ্বকাপ জয় করায় আবারো সারা জাতি সম্মানীত হয়েছে। আনন্দের সাগরে ভেসেছে। তারা দেশে ফিরলে জাতীয় সম্মান দেয়া ও সম্মানী ভাতাসহ নানা সুযোগ দেবার আহ্বান জানান তিনি।

এর পরে গণফোরামের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, আমরা ‌৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। বিশ্বের বুকে বাঙালী জাতি হিসেবে মাথা উচু করে দাড়িয়েছিলাম।আবার এত বছর পরে গতকাল অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে আমাদের দামাল ছেলেরা বিশ্বের বুকে আবারো আমাদের সম্মানের আসনে বসাল। তাদের এ জয়ে গোটা জাতি আনন্দিত গর্বিত। আমি তাদের বীরের মর্যাদায় দেশে সম্মানীত করাসহ তাদের অর্থিক সুবিধা ও বাসস্থানের জন্য প্লট বরাদ্দের জন্য সরকারের প্রতি আহ্বান জানাব। এর পরে একই ভাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও অপরাজিত অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ বিজয়ী দলকে রাষ্ট্রীয় মর্যাদায় দেশে এনে সম্মানিত করা আহ্বান জানান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!