খোকা তুই ঘরে থাক বাইরেতে যাস নে
কেন যাবে ঘর থেকে শুনতে কী পাস নে?
চার দিক ঘিরে আছে মহামারী করোনা
ঘর থেকে বের হলে ফের তোকে কমুনা।
খোকা তুই বসে থাক এইবার বাবা’রে
শুনে রাখ ভয়ানক করোনার থাবা রে
বই খাতা হাতে নিয়ে লেখা পড়া নাম নে
মহামারী শেষ হলে সমাপনী সামনে।
খোকা তুই মনে রাখ হয় যদি করোনা
হাঁচি কাশি গলা ব্যথা জ্বর তার নমুনা,
কারো যদি তাই হয় দ্বারে তারে নিস-নে
হাত ধোয়া ছাড়া কভু মুখে হাত দিস-নে।
খোকা তুই শুনে রাখ কভু হাঁচি কাশ’লে
পেঠ ব্যথা গলা ব্যথা গায়ে জ্বর আসলে
সহসাই হতে পারে ভয় তবু পাস-নে