বালাগঞ্জ উপজেলার মোরারবাজারে আজান এন্টারপ্রাইজের পরিবেশনায়-মানসম্মত সুস্বাদু খাবারের অঙ্গীকার নিয়ে ‘রাজমহল’ -এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় কেক কেটে ‘রাজমহল’ -এর এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) -এর মহাসচিব এবং বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম,
বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আশরাফ আলী খান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, কোষাধ্যক্ষ শাহ মো. হেলাল, ইউপি সদস্য শামীম আহমদ, আশিকুর রহমানসহ রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ি ও শ্রমিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
রাজমহল মোরারবাজার শাখার স্বত্বাধীকারী ও সাবেক সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া বলেন, এখানে স্থানীয় পর্যায়ে এবং বিভিন্নস্থান থেকে আগত লোকজনের চাহিদা বিবেচনায় রুচিসম্মত মিষ্টান্ন ও হরেক রকম খাবার পরিবেশনা করা হবে। মানসম্মত উন্নত খাবারের নিশ্চয়তার পাশাপাশি তিনি ক্রেতাদের সর্বোত্তম সেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দুয়া ও মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মোরারবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল গফুর (শরীষপুরী)।