সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিলেট আওয়ামী লীগে নতুন অধ্যায় শুরু হয়েছে। নতুন অধ্যায়ের এই কমিটিতে জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন এডভোকেট নাসির উদ্দিন খান।
মহানগর আওয়ামী লীগের সভাপতি হয়েছেন জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক সদ্য সাবেক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। দীর্ঘ ১৪ বছর পর আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সম্পন্ন হলো সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের এই ত্রি বার্ষিক সম্মেলন।
বিকালে জেলা ও মহানগর আওয়ামী লীগের কাউন্সিলের দ্বিতীয় পর্বে নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নগরীর আলিয়া মাদ্রাসা ময়দানে শুরু হয় জেলা ও মহানগর শাখার কাউন্সিল। এতে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের। সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।