বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুস সাকিব কোন ধরনের ফরমালিনযুক্ত মাছ বিক্রি না করার জন্য মৎস্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, কেউ যদি অধিক মুনাফা লাভের জন্য কোন ধরনের অনৈতিক সুযোগনেন তাহলে তাকে ছাড় দেয়া হবে না। বালাগঞ্জ উপজেলা প্রশাসন ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধায় সবধরনের সহযোগিতা করবে। তিনি গত ৫ ডিসেম্বর বালাগঞ্জ পশ্চিম বাজারে শাহজালাল মৎস্য আড়ৎ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) সুমন চন্দ্র দাস। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন – বালাগঞ্জ বাজার বণিক সমিতির সহসভাপতি মোঃ আজাদ মিয়া, আব্দুর রকিব, সাধারণ সম্পাদক কাওছার আহমদ কওছর, সহসাধারণ সম্পাদক মোঃ দুলু মিয়া, সদস্য আনোয়ার মিয়া, ব্যবসায়ী সাবেক ফুটবলার মোঃ জালাল মিয়া, বালাগঞ্জ ইউনিয়ন গ্রাম আদালত সহকারী শাহাবুদ্দিন, শাহজালাল মৎস্য আড়ৎ এর প্রোঃ আব্দুল জলিল, পরিচালক গৌরাঙ্গ দাস গৌরা,ব্যবসায়ী মোস্তাক আহমদ সুন্দর, প্রদীপ দাস, লেবাস মিয়া, ফুটবলার নওশাদ মিয়া, আঞ্জব আলী, হুসনা মিয়া, সাইস্তা মিয়াসহ বিভিন্ন ব্যবসায়ী বণিক সমিতির নেতৃবৃন্দ। পরে ফিতা কেটে উপজেলা নির্বাহী অফিসার আনুষ্ঠানিকভাবে মৎস্য আড়ৎ এর উদ্বোধন করেন। উদ্বোধন পরে দোয়া ও আড়ৎ এর পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয়।