কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সেক্রেটারি মোহাম্মদ নুর জানান, টানা প্রবল বর্ষণ ও ঝড়ো হওয়ায় পাহাড় ধসে আজ মঙ্গলবার ৮০টি রোহিঙ্গা বসতি ভেঙে গেছে এবং ৩৫টি ঘরে পাহাড়ি ঢলের পানি ঢুকেছে। এসব রোহিঙ্গা পরিবার ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এর আগে গতকাল সোমবার ৭৫টি বাড়িঘর ঝড়ো হাওয়ায় লণ্ডভন্ড হয়।
এদিকে আজ সকালে রোহিঙ্গা ক্যাম্পে তেলিপাড়া এলাকায় গাছ চাপায় রোহিঙ্গা এক যুবক নিহত হয়েছে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ আলী (২০)। তিনি জামতলী রোহিঙ্গা ক্যাম্পের হোসেন আহমদের ছেলে।
এ বিষয়ে উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদুল আলম জানান, গত কয়েকদিন ধরে উখিয়ায় ঝড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার সকালে ঝড়ো হাওয়ার গাছচাপা পড়ে মোহাম্মদ আলীর মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, উপকূলীয় এলাকা মোহাম্মদ শফির বিল সৈকত থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।