সাংস্কৃতিক কর্মী এমএ কাদের জিকু’র উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সেলিম বক্ত মিরাজ, আব্বাস আলী, সমাজসেবী সাহেদ খান, তাজউদ্দিন লিলু মিয়া, কবিরুল ইসলাম কবির, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রিয়াজ উদ্দিন, রোটারিয়ান রায়হান আহমদ হেলন, শরিফুল আলম কাদির, সাবেক ছাত্রনেতা গোলাম কিবরিয়া, কর্পোরেট অফিসার মো. তোবার আলী প্রমুখ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি নাজনীন আক্তার কণা, তনিমা খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাতেমা খান, ফারজানা জাহান, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।
উল্লেখ্য, কবি দেওয়ান এহছান কবির চৌধুরী সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুরের দেওয়ান আবদুর রসুল চৌধুরীর পুত্র। তিনি বর্তমানে কুয়েতে বসবাস করছেন। ইতোমধ্যে তার একাধিক যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বীভৎস কারাগার তার প্রথম একক কাব্যগ্রন্থ। অমর একুশে বইমেলা উপলক্ষে তার দ্বিতীয় একক কাব্যগ্রন্থ ‘মার্জিত বাণী’ প্রকাশিত হয়েছে।