মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

জীবন থেকে নেয়া।। আব্দুর রশীদ লুলু



এক.
ধর্ম, হোমিও, কৃষি লেখালেখি
এই নিয়ে যদিও ব্যস্ত ভীষণ আমি
চলতে চলতে তবুও কখনো
পেছন ফিরে থামি।

স্বপ্ন এবং বাস্তব আমার
অনেক অনেক দূর
প্রত্যাশা এবং প্রাপ্তির তবুও
খোঁজি মিলন সুর।

সেই সে আশায় ব্যস্ত আছি
ব্যস্ত আছি খুব
ভুলে গেছি; ভুলতে চাচ্ছি
সকল দু:খ-ক্ষোভ।

 

দুই.
এক সময় আমি বেশী লিখতাম
এখন লিখি অল্প
যা কিছুই লিখি এখন সবই
জীবনের গান-গল্প।

এক সময় লিখতাম আমি
লিখার খাতিরে লিখা
এখন শুধুই চেষ্টা আমার
জীবন থেকে শেখা।

আমার লেখা এবং শেখা থেকে
যা কিছু আজ উচ্চারণ
সর্বাবস্থায় চাই শুধু
ঈমান-আমলে উত্তরণ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!