রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে‘র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত



গত ৮ মে (বুধবার) পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: হামিদুর রহমান চৌধুরী আজাদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মো: আব্দুল আব্দুল কুদ্দুছ।

মো: আহনাফ চৌধুরীর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর আয়াছ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মো: এমদাদুল হক চৌধুরী, উপদেষ্টা মাওলানা শেহাব উদ্দিন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন – সংগঠনের সাবেক সভাপতি মসিউর রহমান শাহীন, সহ সভাপতি কমর উদ্দিন চৌধুরী পাপলু, মাওলানা আব্দুল আউয়াল হেলাল, বাবুল আহমেদ, জুবের আহমদ লসকর, সাবেক সেক্রেটারী শামীম শাহান, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ ইমন, যুগ্ম সম্পাদক এ কে এম মাসুম, রাসেল আলম চৌধুরী বাবু, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, শাহ সালাহ উদ্দিন সোহেল, শাহ নেওয়াজ বদরুল, দেলোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ সি আজাদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুছলেহ উদ্দিন, অফিস সম্পাদক বদরুজ্জামান চৌধুরী, নির্বাহী সদস্য আতিকুর রহমান চৌধুরী, মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, মাওলানা মোহাম্মদ চৌধুরী, কামরুল হোসেন দেলোয়ার, হারুনুর রশিদ, আব্দুল হাকিম, মোহাম্মদ হোসেন চৌধুরী, রাজু আহমেদ, এ কে মামুন, মো: আবু তাহির, মাওলানা নেজাম উদ্দিন, মাওলানা আলমাস খান প্রমুখ।

বক্তারা জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রমের ভূয়শী প্রশংস করেন। উল্লেখ্য সংগঠনটি বাংলাদেশে দরিদ্রদের মাঝে রিক্সা বিতরণ, বন্যার সময় ত্রাণ বিতরণ, চক্ষু চিকিৎসা শিবির, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ সহায়তা দেয়া, ব্রিটেনে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে এচিভমেন্ট এওয়ার্ড প্রদান, ফ্যামিলি গ্যাদারিং সহ ২০০১ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে মানব হিতৈষী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন আসছে। বক্তারা সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে সর্ব প্রকার সহায়তার আশ্বাস ব্যক্ত করেন। পরিশেষে দোয়ার ও ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন