২০২১ সালের ১ জানুয়ারি ‘বামাচরন-বিমলা স্মৃতি পাঠাগারে’র যাত্রা শুরু হয়। প্রবীণ হোমিও চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. বীরেন্দ্র চন্দ্র দেব এর প্রতিষ্ঠাতা। তাঁর প্রয়াত দাদা-দাদীর স্মৃতি রক্ষার পাশাপাশি জ্ঞানের আলো বিতরণের মহৎ উদ্দেশ্যে তাঁর এ উদ্যোগ। প্রায় ৫শত বই নিয়ে যাত্রা করা এ পাঠাগারের শুভ উদ্বোধনী অনুষ্ঠান হয় ০১ জানুয়ারি ২০২১ ডা. বীরেন্দ্র চন্দ্র দেবের সিলেট শহরের শাহী ইদগাহস্থ বাসায়। এখানেই বামাচরণ-বিমলা স্মৃতি পাঠাগারের অস্থায়ী কার্যালয়। সিলেট শহরের মির্জাজাঙ্গালস্থ তাঁর চেম্বারেও এর একটি শাখা রয়েছে। ভবিষ্যতে হয়তো এ পাঠাগারের স্থায়ী একটি কার্যালয় হবে।
বামাচরন-বিমলা স্মৃতি পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচি শিল্পীগোষ্টী সিলেট জেলার সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা জনাব এনায়েত হাসান মানিক। প্রতিষ্ঠাতা সহযোগে ফিতা কেটে প্রধান অতিথি কর্তৃক উদ্বোধনের পর পাঠাগারের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন – এড. শহীদুল ইসলাম শহীদ, শিকড় সন্ধানী প্রকাশনা আনোয়ারা সম্পাদক, লেখক- হোমিও চিকিৎসক আব্দুর রশীদ লুলু, লোক সাহিত্যের গবেষক আবু সালেহ আহমদ, ডা. এ.এ.এম শিহাব উদ্দিন, ডা. দিলীপ কুমার দাস, ডা. গোপিকা রঞ্জন চক্রবর্তী (মঞ্জু) প্রমুখ।
বক্তারা এই ভার্চুয়াল সময়ে এমন একটা উদ্যোগের জন্য প্রতিষ্ঠাতা পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানান এবং নিজ নিজ অঙ্গন থেকে পাঠাগারে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী আনিসুল আলম নাহিদ আনোয়ারা হোমিও হল এবং ‘রাজীব স্মৃতি গ্রন্থাগারে’র পক্ষ থেকে বামাচরন-বিমলা স্মৃতি পাঠাগারে কিছু বই উপহার দেন।
অনুষ্ঠানের শুরুতে পাঠাগারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ডা. বীরেন্দ্র চন্দ্র দেব। অনুষ্ঠানে প্রতিষ্ঠাতার একমাত্র ছেলে ডা. বিপ্লব দেব এবং ছোট মেয়ে ডা. প্রকৃতি রানী দেবসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তুলেন। মধাহ্নভোজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হলেও অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে এর আমেজ থাকে দিনভর। বছরের শুরুর দিনটা বই এবং বইপ্রেমীদের মধ্যে কাটাতে পেরে ভালো লাগছে এমনটা বলাবলি করেছেন অংশগ্রহণকারীদের অনেকেই।
উল্লেখ্য, উদ্বোধনী দিনে বামাচরন-বিমলা স্মৃতি পাঠাগারে একটা অভিমত রেজিস্টার খোলা হয়েছে। পাঠক ইচ্ছেমত এ পাঠাগার সম্পর্কে তার অভিমত ব্যক্ত করতে পারবেন। এ ছাড়া কোনোরুপ বিনিময় ছাড়াই এখান থেকে আগ্রহী পাঠক বই নিয়ে পড়তে পারবেন। বলাবাহুল্য, শিল্প-সাহিত্যের পাশাপাশি এখানে বিচিত্র ধরনের বই রয়েছে।
গ্রন্থাগার আন্দোলনের সাথে সম্পৃক্ত আমি সর্বান্তকরনে এ পাঠাগারের যাত্রাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে আনোয়ারা পরিবারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।
লেখক, পরিচালক – আনোয়ারা হোমিও হল গ্রন্থাগার ও আর্কাইভ, দেওয়ান বাজার, গহরপুর, বালাগঞ্জ, সিলেট।