বালাগঞ্জ উপজেলার ‘স্ট্রাইক ফোর্স ইলিভেন ক্রিকেট ক্লাব’র উদ্যোগে বালাগঞ্জের বনগাঁও ক্রিকেট টুর্ণামেণ্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ মার্চ) বিকালে স্থানীয় মাঠে অনুষ্ঠিত টুর্ণামেণ্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ওসমানীনগর উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. এনামুল হক। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শফিউল আলম।
ধারাভাষ্যকার নাবিল হায়দার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আয়না নিউজ’র সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, পূর্ব গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাকিব হাসান অনিক, যুবনেতা খন্দকার রেজুওয়ান আলী, হাসানুল হক দরবেশ, শাহনেওয়াজ রাজিব, মুজিবুর রহমান মোস্তফা, বনগাঁও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল কাইয়ুম, ‘স্ট্রাইক ফোর্স ইলিভেন ক্রিকেট ক্লাব’র সহ-সভাপতি ওলিউর রহমান, আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শরিফুল আলম মসরু, সহ সাধারণ সম্পাদক জুবের আহমদ, সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান আদিল, প্রচার সম্পাদক সাইদুর রহমান, কোধাষ্যক্ষ আতিকুর রহমান, সদস্য মহিউর রহমান, সালেহ আহমদ, সাইফুর রহমান, বদরুল ইসলাম, সুয়েব আহমদ, মিসবাউল হক সাফা, আব্দুল হালিম মাহি, এমদাদুল হক, মাহের আহমদ, রুবেল আহমদ, রুহুল আমিন প্রমুখ।
উদ্বোধনী খেলায় জামালপুর ইউনিটি ক্রিকেট ক্লাবকে ৭উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে এমসিসি ক্রিকেট ক্লাব ময়না বাজার। ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন বিজয়ী দলের জালাল আহমদ। খেলা পরিচালনা করেন শরিফুল আলম মছরু ও মিজান চৌধুরী। টুর্ণামেণ্টে ১৬টি দল অংশগ্রহণ করেছে।