আমেরিকায় মিশিগান স্টেট আওয়ামীলীগ এবং বঙ্গবন্ধু পরিষদ মিশিগান এর যৌথ উদ্যোগে ১৫ আগস্ট রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকি হেম্ট্রামিক শহরের কাবাব হাউসে অনুষ্ঠিত হয়।
মিশিগান স্টেট আওয়ামীলীগের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবু মুছার সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন বায়তুল মামুর জামে মসজিদের ইমাম।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নুরুন নবী। বিশেষ অতিথি হিসেবে ব্ক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি এম এ মুছাব্বির ও বঙ্গবন্ধু পরিষদ মিশিগানের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ।
আর ও বক্তব্য রাখেন মিশিগান স্টেট আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযুদ্ধা শফিক আহমেদ, বঙ্গবন্ধু পরিষদ মিশিগানের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মতিউর রহমান শিমু- প্রমুখ।