বালাগঞ্জে নানা আয়োজনে বিনম্র শ্রদ্ধায় রোববার (১৫ আগস্ট) স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বালাগঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল – উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বৃক্ষরোপণ প্রভৃতি। সকালে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বালাগঞ্জ থানা পুলিশ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-এ, উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সিলেট বন বিভাগের পক্ষ থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পুস্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ ম-ল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ নাজমুল হাসান প্রমুখ।
দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। সাবেক ছাত্রলীগ নেতা নয়ন তালুকদারের পরিচালনায় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – সহকারী কমিশনার (ভূমি) পলাশ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ নাজমুল হাসান, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যান আমিরুল ইসলাম মধু, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর খালিছাদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, আনসার ভিডিপি কর্মকর্তা রাসেল গাজী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহীন প্রমুখ। আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন অনলাইন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।