বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্কুল শিক্ষিকা সাবিনা নেছার হত্যায় জড়িত সন্দেহভাজনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ



সন্দেহভাজন ব্যক্তি।

যুক্তরাজ্যে বৃটিশ-বাংলাদেশি স্কুল শিক্ষিকা সাবিনা নেছার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তির সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। ফুটেজে দেখা যায় ওই ব্যক্তি শুক্রবার ঘটনার সময় কিডব্রুকের পেগলার স্কয়ার দিয়ে হেঁটে যাচ্ছেন। ওই সময়েই ২৮ বছর বয়স্ক সাবিনা খুন হয়েছিলেন বলে ধারণা করছেন তদন্তকারীরা।

সাবিনা নেছার।

ওয়ান বাংলা নিউজে প্রকাশিত খবরে জানা যায়, ঘটনার দিন তিনি এক বন্ধুর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে ৫ মিনিট দূরত্বের একটি পাবে যাচ্ছিলেন। রাস্তায়ই তাকে আক্রমণ করা হয় বলে মনে করা হচ্ছে। পরের দিন তাঁর লাশ পাওয়া যায় ক্যাটর পার্কে। সন্দেহভাজন ব্যক্তিকে কেউ চিনে থাকলে তাকে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া পুলিশ আরো একটি সিলভার রঙের গাড়ির ছবি প্রকাশ করেছে।

পাশাপাশি সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় ৩৮ বছরের এক ব্যক্তিকেও। তাকে বৃহস্পতিবার লুইশামের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে হত্যাকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর আগে পুলিশ আরো একজনকে গ্রেপ্তার করেছিল। পরে অবশ্য তাকে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!