বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বড়জমাত গ্রামের ডুবাই প্রবাসী ও ‘শেখ সাদেক ফুটবল একাডেমি মাদ্রাসা বাজার’ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ সাদেককে দুবাই প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বড়জমাত ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবর্ধিত অতিথি ও একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ সাদেক।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন – ইলাশপুর বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা খেলোয়াড় কল্যাণ সংস্থার উপদেষ্টা ইফতেখার রাকিব, ক্রীড়ানুরাগী সাহেদ আলী গেদা, ফজর আলী, জাহাঙ্গীর আলম, পারভেজ আহমদ, সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭) মাদ্রাসা বাজার শাখার সাংগঠনিক সম্পাদক সুহেব আহমদ, শেখ সাদেক ফুটবল একাডেমির সহসভাপতি মোঃ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফাহাদ আহমদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ মছরুর, সাংগঠনিক সম্পাদক ছুরাব আহমেদ, একাডেমির সহকারী প্রশিক্ষক ইসলাম উদ্দিন ইমন ও খেলোয়াড়বৃন্দ।
সংবর্ধিত অতিথি একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ সাদেক বলেন, প্রায় ৪মাস দেশে অবস্থানকালে সবার ভালবাসা পেয়েছি। আপনাদের অনুরুধে এই একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। আমি এলাকার সকলের অব্যাহত সহযোগিতা কামনা করি। একাডেমির খেলোয়াড়দের উদ্দেশ্য তিনি বলেন, খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় গভীর মনোযোগী হবে, পিতামাতা ও গুরুজনদের সম্মান করবে, এলাকার সুনাম আরও এগিয়ে নিয়ে যাবে এটিই আমার প্রত্যাশা। আমি আজীবন তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ্।
পরিশেষে শেখ সাদেক তার অবর্তমানে উক্ত একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মোঃ আশরাফুল ইসলামের নাম ঘোষনা করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।