ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর ইসলামিয়া মাদ্রাসার স্থানান্তরিত ক্যাম্পাসে নির্মিতব্য দ্বি-তল ভবনের প্রথম তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় স্থানীয় খন্দকার বাজার সংলগ্ন মাদরাসা ক্যাম্পাসে এ দোয়া মাহফিল ও সভা অনুষ্ঠিত হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা আব্দুর রহমান শায়খে কলুমা। এরপর আনুষ্ঠানিকভাবে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নূরুল ইসলাম চৌধুরী লয়লার সভাপতিত্বে এবং মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন ও শিক্ষা সচিব মাওলানা সিকন্দর আলীর যৌথ পরিচালনায় আলোচনা সভায় সম্মানীত অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহাদ্দিছ মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, হযরত শাহ সুলতান (রহ.) মাদরাসার মুহতামিম মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদরসার শিক্ষাসচিব মুফতি আনোয়ার হুসাইন, প্রধান মুফতি মো. আব্দুল্লাহ, মুহাদ্দিছ হাফিজ সালেহ আহমদ, ইউপি সদস্য আফরুজুল হক, সমাজকর্মী শাহ জামাল আহমদ, আবরার মোস্তফা খান, আব্দুল বারিক, জমির আলী, আলা উদ্দিন, মাওলানা রইছ উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা মাহফুজুল ইসলাম চৌধুরী, হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক, ডা. আব্দুল জলিল, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা রুহুল আমিন, হাফিজ আবু বকর, মাওলানা জাকারিয়া আহমদ, মাওলানা হুসাইন আহমদ শাহিন, হাফিজ মাওলানা রুহুল আমিন তারেক, মো. আবুল হোসেন, আবু তালিম শাহজাহান, মো. ফারুক মিয়া, মো. আবুল হোসাইন, ফয়ছল আহমদ, আবুল কালাম, জাফর আলী, নির্মিতব্য ভবনের ইঞ্জিনিয়ার জুবেল আহমদ প্রমুখ।
উল্লেখ্য, যুক্তরাজ্যস্থ খন্দকার বাজার ওয়েল ফেয়ার ফাউন্ডেশনসহ দেশে-বিদেশে অবস্থানরত বিভিন্ন শ্রেণি-পেশার দানশীল ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে স্থানীয় খন্দকারবাজার সংলগ্ন স্থানান্তরিত ৪২শতক ভূমিতে নতুন ক্যাম্পাস স্থাপনের অংশ হিসেবে এ ভবন নির্মাণ করা হচ্ছে। গত ৩১ মার্চ আনুষ্ঠানিকভাবে নির্মিতব্য এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার প্রখ্যাত শায়খুল হাদিস, সদ্য প্রয়াত সা’দ উদ্দিন ভাদেশ্বরী।