যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষিকা সাবিনা নেসাকে হত্যার অভিযোগে সন্দেহজনকভাবে আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে সে। এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ। খবরে বলা হয়েছে, ওই ব্যক্তিকে রোববার স্থানীয় সময় রাত তিনটায় গ্রেপ্তার করা হয়েছে লণ্ডনের ইস্ট সাসেক্স থেকে। তার বয়স ৩৮ বছর।
এ মামলায় এ ঘটনাকে বড় রকমের সফলতা হিসেবে দেখছে পুলিশ। ওদিকে বিবিসি জানায়, এক সপ্তাহ আগে গত শনিবার বিকেলে দক্ষিণ-পূর্ব লন্ডনের এক পার্কের ভেতর থেকে উদ্ধার করা হয় এক নারীর মৃতদেহ। তখনও তার নাম, পরিচয়, ঠিকানা কেউ জানেন না। এ নিয়ে সোমবার যুক্তরাজ্যের দু’চারটি পত্রিকার ভিতরের পৃষ্ঠায় ছোট্ট করে খবর ছাপা হয়। পরে অনুসন্ধানে জানা যায়, তার নাম সাবিনা নেসা।
পুলিশি তদন্তে বলা হয়, গত সপ্তাহের শুক্রবার সন্ধ্যায় তাকে হত্যা করা হয়েছে। আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকে তথ্য। জানা যায়, তার পিতা আবদুর রউফের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে। তিনি যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারের একটি ছোট্ট শহর স্যান্ডিতে বসবাস করেন পরিবার নিয়ে। স্যান্ডি শহরেই একটি রেস্তোরাঁয় কাজ করেন রউফ।