বালাগঞ্জ উপজেলার সিরাজপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে মধ্যরাতে ডাকাত দলের গুলি বর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গ্রামের যুক্তরাজ্য প্রবাসী পপলু মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। এসময় বাড়িতে পপলু মিয়ার মা খাদিজা খানম (৬০) এবং বোন স্কুল শিক্ষক তাহমিনা মুজ্জামিল দিনার অবস্থান করছিলেন। সংবাদ পেয়ে ঘটনার পরপরই বালাগঞ্জ থানার টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
গৃহকর্ত্রী খাদিজা খানম ও স্থানীয় গ্রামবাসীর সূত্রে জানা গেছে, গত রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১২টায় পরপর অন্তত ২রাউণ্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। খাদিজা খানমের বসতঘরের পিছনের দিকে এ গুলিবষর্ণের ঘটনা ঘটে। এছাড়া ডাকাতদলের সদস্যরা ঘরের জানালা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়। গুলির শব্দ শুনে প্রতিবেশী লোকজন ছুটে আসেন। তবে ডাকাতদের ধরতে পারেননি। সংবাদ পেয়ে এলাকায় দায়িত্বপালনরত বালাগঞ্জ থানার টহল পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে গতকাল সোমবার রাতে বালাগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর প্রবাসী পপলু মিয়ার বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন। তিনি ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার ও শাস্তির বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এসময় উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, সাবেক সাংগঠনিক সম্পাদক মুজাম্মিল আলী, আওয়ামী লীগ নেতা দিলু মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম সালেহ, যুবলীগ নেতা আব্দুল্লাহ রহমান, খন্দকার সালেহ আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এমরুল হক, ছাত্রলীগ নেতা জাকির হোসেন, শিহাবুল ইসলাম অনিক প্রমুখ উপস্থিত ছিলেন।