শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যার ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ কোনো হদিস বের করতে পারেনি



বালাগঞ্জে গভীর রাতে নিজগৃহে গুলি ও কুপিয়ে ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিনের হত্যার ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ কোনো ক্লু বের করতে পারেনি। তবে পুলিশ বলছে, অচিরেই তাদের পক্ষে ক্লু বের করা সম্ভব হবে। এ খুনের ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছে এলাকা মানুষ। আর বাকরুদ্ধ নিহতের পরিবারের সদস্যরা। কেন কি কারণে এ হত্যা করা হলো তার কোনো উত্তর খুঁজে পাচ্ছে না কেউ। শুধুমাত্র ১টি স্বর্ণের চেইন ও ২টি মোবাইলের লোভে কুঁপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে এটা কিছুতেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী বলে জানান, স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম। তবে গত শনিবার গভীর রাতে ছাত্রলীগ নেতাকে হত্যা করার র্টাগেট নিয়ে খুনিরা এসেছিলো কি না, অথবা অন্য কোন কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান।

এদিকে গতকাল মঙ্গলবার (২ এপ্রিল ) সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. লুৎফুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ নিহত ছাত্রলীগ নেতার বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন। এসময় সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, নূরুল ইসলাম ইছন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. কাজল লস্কর, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী এমএ মালেক, আওয়ামী লীগ নেতা সিতাব আলী, শাহ আব্দুস সাত্তার, আহমদ আলী, রুহেল আহমদ, কৃষকলীগ নেতা তারা মিয়া, উপজেলা যুবলীগের নেতা শিরমান উদ্দিন, খন্দকার সালেহ আহমদ, আব্দুর রকিব, সুহেল বারী, রুহুল আমিন, জাহাঙ্গীর আলম, রফু মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সুহেল আহমদ, ইউনিয়ন ছাত্রলীগে সহ-সভাপতি সালেহ আহমদ, ছাত্রলীগ নেতা সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

তাঁরা ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এবং সংশ্লিষ্ট আইনশৃঃখলা বাহিনীর প্রতি অবিলম্বে যথাথত ব্যবস্থা গ্রহনের আহবান জানান।

এর আগে গত সোমবার রাতে বালাগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর নিহত শাহাব উদ্দিনের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেন। এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।  এসময় দলীয়নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত শনিবার (৩০ মার্চ) গভীর রাতে বালাগঞ্জের চাম্পারকাঁন্দি গ্রামের নিজ গৃহে দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন (২৭) কে গুলি ও কুপিয়ে খুন করে ডাকাতরা।.সোমবার বিকেলে নিহত শাহাব উদ্দিনে পিতা সুরমান আলী অঞাত ৭/৮জন কে আসামি করে বালাগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!