সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

বালাগঞ্জে গুলিতে নিহত ছাত্রলীগ নেতার দাফন সম্পন্ন : মামলা দায়ের হলেও গ্রেপ্তার হয়নি কেউ



বালাগঞ্জে গুলিতে নিহত ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (৩১ মার্চ) রাত ৯টায় স্থানীয় আল ফালাহ একাডেমি প্রাঙ্গনে জানাজা শেষে তাঁর পারিবারিক কবর দাফন সম্পন্ন হয়। জানাজার পূর্বে নিহত শাহাব উদ্দিনের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়নের চেয়ারম্যান মো. আনহার মিয়া, আল ফালাহ একাডেমির প্রিন্সিপাল মো. মিজানুর রহমান, উপজেলা কৃষকলীগ নেতা ও নিহত শাহাব উদ্দিনের চাচা ছুরাব আলী।

তাছাড়া জানাজায় উপস্থিত ছিলেন – সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস-চেয়ারম্যান সামস উদ্দিন সামস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, কামাল আহমদ,  দেওয়ান বাজার ইউনিয়ন শাখার সহ-সভাপতি এমএ মালেক, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ গভর্ণিংবডির সদস্য এনায়েতুর রহমান রাজু, সিলেট জেলা বঙ্গন্ধু শিশুকিশোর মেলার সহ-সভাপতি এমরানুর রহমান ইমরান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক মো. জুনেদ মিয়া, ময়নুল ইসলাম ছালেহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক হুসাইন আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েলসহ এলাকার সর্বস্তরের মানুষ। জানাজার নামাজে ইমামতি করেন হাফিজ মাওলানা সামছুল ইসলাম।

এর আগে ময়নাতদন্ত শেষে নিহত ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিনের লাশ সন্ধ্যায় বাড়ীতে নিয়ে আসা হয়। তার লাশ দেখার জন্য বৈরি আবহাওয়া উপেক্ষা করে দলীয় নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের শোকাহত মানুষ ভিড় জমান। এ সময় পরিবার-পরিজনের কাঁন্নায় আকাশ কেঁপে উটে। মেঘের গর্জন আর কন্দের সূর যেন আকাশ সইতে পারছিলনা।

উল্লেখ্য, শনিবার গভীর রাতে বালাগঞ্জের চাম্পারকাঁন্দি গ্রামের নিজ গৃহে দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন (২৭) কে গুলি ও কুপিয়ে খুন করে ডাকাতরা। এসময় নিহত শাহাব উদ্দিনের বাবা সুরমান আলী (৬০), মা- লামেলা বেগম (৫৫), বোন আলিফা বেগম (১৮), ভাই মুসলেক উদ্দিন (৩০), চাচা ওয়াব আলী (৫০), ছুরাব আলী (৫৫) ও চাচী রাবিয়া বেগম (৩৫) ডাকাতদের মামলায় আহত হন। ডাকাত সদস্যরা একটি স্বর্ণের চেইন ও ২টি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ খুনের ঘটনায় শাহাব উদ্দিনের পিতা বাদী হয়ে অঞ্জাত ৭/৮জনকে আসামি করে গতকাল সোমবার বিকেলে বালাগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।  মামলা নং – ০১ । তারিখ ০১/০৪/১৯।

এ ব্যাপারে বালাগঞ্জ অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনা ডাকাতি না পরিকল্পিত হত্যা, এ রহস্য উদযাটন ও দুষ্কৃতিদের আটক করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন