সিলেট জেলা পরিষদের উদ্যোগে বালাগঞ্জে ২শ গরিব, অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে দুস্থ, অসহায় শীতার্তদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকন মিয়া। সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়ার বালাগঞ্জের খাঁপুরস্থ গ্রামের বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক হাজী এমএ মালেক।
দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামসুল হক লেচুর পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. কাজল লস্কর, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা শিরমান উদ্দিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোজাম্মিল হোসেন, বুরহান উদ্দিন, আজমল হোসেন, আহমদ আলী, ফারুক আহমদ, রুহেল আহমদ, রুয়েল আহমদ, শামীম আহমদ, তজমুল হোসেন, রুহুল আমিন, সমাজকর্মী আবু কয়েস দুলাল, গিয়াস উদ্দিন, কিনু মিয়া, ছাত্রলীগ নেতা মো. ফাহিম আহমদ, তারেক মিয়া, রাফি হোসাইন, মাহবুবুর রহমান বাপ্পি, জুনেল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদের উদ্যোগে ২শ কম্বল বিতরণ করা হয়। এর মধ্যে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার এতিম ছাত্রদের মধ্যে ১৫টি কম্বল প্রদান করা হয়।