সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

এম মুজিবুর রহমান বালাগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি



এম মুজিবুর রহমান

বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের নতুন সুনামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান অবিভক্ত বালাগঞ্জ (বালাগঞ্জ-ওসমানীনগর) উপজেলার স্কুল ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন।

তিনি এ সম্মাননায় মনোনীত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শিক্ষার আলো আলোকিত করার আশায় সকলের দোয়া ও সহযোগীতায় আমার পিতা হাজী হুসমত উল্লাহ উক্ত বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রায় এক বছর যাবৎ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছি। উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ইং প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় শ্রেষ্ঠত্বের অংশীদার হিসেবে স্কুলের সর্বস্তরের অভিভাবকবৃন্দ, বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ঠ শিক্ষানুরাগী আলহাজ্ব রুপতার আলী সহ এলাকার সার্বিক উন্নয়নে দেশ-বিদেশ হতে যাঁরা বিভিন্নভাবে অবদান রেখেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার এই প্রাপ্তি আগামী দিনে ভালো কাজে জীবনে প্রেরণা ও শক্তি যোগাবে। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেইসবুকে একটি স্ট্যাটাস ও দিয়েছেন।

তিনি পাশাপাশি সার্বিকভাবে সহযোগিতা করার জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মন্ডলীর প্রতি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!