দোয়া মাহফিলে দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়েসুল আলম কয়েছ, যুবলীগ নেতা আব্দুল্লাহ রহমান, আব্দুর রকিব, শাহিন আহমদ, আব্দুল হান্নান, আব্দুস সামাদ, আতিকুর রহমান, রুহেল মিয়া, আনা মিয়া, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান প্রমুখ শরিক হন। মোনাজাত পরিচালনা করেন হায়দরপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুনাইদ আহমদ।
এদিকে মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান বালাগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে ১লাখ টাকা অনুদান প্রদানের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।