বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের চাম্পারকান্দি আন-নূর মহিলা মাদ্রাসার মাঠে মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়েছে। বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুরের পক্ষ থেকে প্রদত্ত সরকারি বরাদ্দের ১লাখ টাকা ব্যয়ে এ মাঠ ভরাট কাজ শুরু হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) বিকালে আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়েসুল আলম কয়েছ, যুবলীগ নেতা আব্দুল্লাহ রহমান, আব্দুর রকিব, শাহিন আহমদ, আব্দুল হান্নান, আব্দুস সামাদ, আতিকুর রহমান, রুহেল মিয়া, আনা মিয়া, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান প্রমুখ শরিক হন। মোনাজাত পরিচালনা করেন হায়দরপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুনাইদ আহমদ।
এদিকে মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান বালাগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে ১লাখ টাকা অনুদান প্রদানের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।