‘গহরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ ইউএই’ -এর পক্ষ থেকে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের কান্দিগাঁও (রতনপুর) গ্রামের বয়োবৃদ্ধ অসুস্থ মো. মামুন মিয়াকে নগদ ১০হাজার অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত হয়ে আরব আমিরাত ফেরত প্রবাসী লোকমান মিয়াকে আরও ৫হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। বালাগঞ্জের গহরপুর এলাকার আরব আমিরাত প্রবাসীদের নিয়ে গঠিত ‘গহরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ ইউএই’র প্রতিনিধি হিসেবে সংগঠনের পক্ষ থেকে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে অসুস্থদের হাতে এ অনুদান হস্তান্তর করেন বালাগঞ্জের ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান। এ সময় বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু এবং মাসুদ আহমদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘গহরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ ইউএই’ -এর পক্ষ থেকে এলাকার বিভিন্ন অসুস্থদের নিয়মিত চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে সম্প্রতি এলাকার অস্বচ্ছল পরিবারদের মধ্যে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।