আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ফরিদপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আব্দুস সালাম চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রায় ২০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন ট্রাস্টের চেয়ারম্যান, ২নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজ সেবক, শিক্ষানুরাগী ইমরান আহমদ চৌধুরী।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন – সমাজ সেবক আব্দুল মান্নান, সমাজ সেবক আবুল কালাম আজাদ, সমাজ সেবক জিয়াউল ইসলাম তুলা, সমাজ সেবক ফখরুল ইসলাম, তরুণ সমাজ সেবক ও শিক্ষানুরাগী শিক্ষক এম এ রশিদ দুদু, তরুণ সমাজ সেবক শাহ হাবিবুর রহমান, শিক্ষক জুনেদ আহমদ, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব সদস্য শহীদ আহমদ জুলহান চৌধুরী, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব সদস্য আর কে দাস চয়ন, তরুণ সমাজ সেবক হাসান আহমেদ চৌধুরী প্রমুখ।