ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় তাদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়েছেন উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানীর পদত্যাগসহ চার দফা দাবিতে আজ আবারো বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ‘সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্য’।
‘সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্য’র ব্যানারে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা প্রক্টর অধ্যাপক একে এম গোলাম রাব্বানীর পদত্যাগসহ চার দফা দাবি নিয়ে আজ দুপুরে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি প্রদান করেছে। তবে স্মারকলিপি প্রদান কালে উপাচার্য তার কার্যালয়ে না থাকায় উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেছেন সহকারী প্রক্টর আব্দুর রহমান, সিমা ইসলাম ও বদরুজ্জামান ভূঁইয়া।
‘সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্য’র পক্ষে ৪ টি দাবির মধ্যে রয়েছে- নুরুল হক নুরসহ সকল শিক্ষার্থীর ওপর হামলাকারীদের স্থায়ীভাবে বহিস্কার ও আইনানুগ বিচার করতে হবে, শির্ক্ষাথীদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার দায়ে প্রক্টরকে অপসারণ করতে হবে, ডাকসুতে হামলায় আহতদের চিকিৎসার ব্যয়ভার প্রশাসনকে বহন করতে হবে। হামলায় আহতদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হলে হলে দখলদারিত্ব, গেস্টরুম-গণরুম নির্যাতন বন্ধ করতে হবে।
‘সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্য’ ১২ টি ছাত্র সংগঠনঠনের সমন্বিত একটি প্লাটফর্ম। এ ১২ টি সংগঠন হলো- বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, নাগরিক ছাত্র ঐক্য, স্বতন্ত্র জোট ও ছাত্র গণমঞ্চ।