রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের কমিটি গঠন



জমিয়তে উলামায়ে ইসলাম বালাগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে এ উপলক্ষে সংগঠনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বাহরুল উলুম তালতলা মাদরাসায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুশাহিদ আলী দয়ামীরি। সভাপতিত্ব করেন মাওলানা শায়খ আজিজুর রহমান।

মাওলানা আব্দুন নূর মোস্তফার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক কাজী আমিন উদ্দিন, বালাগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা হারুন খাঁন, জেলা যুব জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক এম.এম শিহাব উদ্দিন, হাফিজ জহির মাসুদ, আব্দুল আজিজ ইহছান, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা নাজমুল ইসলাম, মো. সইদুল আলী প্রমুখ।

সভায় মাওলানা শায়খ আজিজুর রহমানকে আহবায়ক এবং মাওলানা আব্দুন নূর মোস্তফাকে সদস্য সচিব করে ৭সদস্য বিশিষ্ট জমিয়তে উলামায়ে ইসলাম বালাগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির সদস্যরা হলেন, মাওলানা হারুন খাঁন, মাওলানা আব্দুল কুদ্দুস, হাফিজ মাওলানা আলী হোসাইন, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আব্দুল মন্নান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!