শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ওসমানীনগরের খুদ্দামুল কোরআন সমাজ কল্যাণ সংস্থার কমিটি গঠন



ওসমানীনগর উপজেলার খন্দকার বাজার খুদ্দামুল কোরআন সমাজ কল্যাণ সংস্থার ২০২০-২১ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মাওলানা সিকন্দর আলী।

সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির লায়েকের পরিচালনায় সভায় কমিটি গঠন উপলক্ষে ৩সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করা হয়। নির্বাচন পরিচালনা পরিষদের সদস্যরা হলেন মাওলানা সিকন্দর আলী, মো. হাবিব আলী ও মো. আবুল হোসেন। পরবর্তীতে নির্বাচন পরিচালনা পরিষদের আয়োজনে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে মাওলানা সিকন্দর আলীকে সভাপতি ও মাওলানা মাহফুজুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৭সদস্য বিশিষ্ট সংস্থার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
২০২০-২১ সালের জন্য গঠিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. হাবিব আলী, সহ-সভাপতি হাফিজ আবু বকর, সহ সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ছুরাব আলী, অর্থ সম্পাদক মো. আবরার আহমদ আব্দুল আলী, সহ অর্থ সম্পাদক আমিনুর রহমান জুনেদ, প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমিন, সহ প্রচার সম্পাদক ফয়ছল আহমদ, সাহিত্য সম্পাদক মাওলানা রুহুল আমিন তারেক, সমাজ কল্যাণ সম্পাদক মো. আবুল কালাম, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মারুফ আহমদ রাসুম, অফিস সম্পাদক নূরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা নুমানুল হক চৌধুরী, হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক এবং মাওলানা হোসাইন আহমদ।

সভায় উপস্থিত ছিলেন মাওলানা সাখাওয়াত হোসেন, হাফিজ হিফজুর রহমান রানা, আবু তালেব শাহজাহান, বেলাল আহমদ, মাসুম আহমদ, আনহার আহমদ, হাফিজ শাহাব উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী মিশু, মাওলানা নূরুল ইসলাম, আলবাব আহমদ, শামীম আহমদ, লায়েক আহমদ, হাফিজ আবু রায়হান প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!