শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চেয়ারপারসন - ইশতিয়াক হোসেন দুদু, সেক্রেটারি - মিজানুর রহমান মিরু, ট্রেজারার শেখ বজলুর রহমান

বালাগঞ্জ ইউনিয়ন কল্যাণ ট্রাস্ট ইউকের নির্বাচন কমিশন গঠন



বা থেকে – ইশতিয়াক হোসেন দুদু, মিজানুর রহমান মিরু ও শেখ বজলুর রহমান।

বালাগঞ্জ ইউনিয়ন কল্যাণ ট্রাস্ট ইউকের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (২১ জানুয়ারি) পূর্ব লণ্ডনের আল মিকাত ট্রাভেলস কার্যালয়ে অনুষ্ঠিত বালাগঞ্জ ইউনিয়ন কল্যাণ ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির এক সভায় – ইশতিয়াক হোসেন দুদুকে চেয়ারপারসন, মিজানুর রহমান মিরুকে সেক্রেটারি ও শেখ বজলুর রহমানকে ট্রেজারার মনোনিত করে সর্বসম্মতিক্রমে এ নির্বাচন কমিশন গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মশিউর রহমান মশনু। সাধারণ সম্পাদক এমএ কুদ্দুসের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এমএ রকিব। সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন –  সংগঠনের ট্রেজারার এনামুল হক চৌধুরী, আব্দুল কাইয়ূম মানিক, আতাউর রহমান আতা, শাহজাহান আলম, সিরাজুল ইসলাম মামুন, নজরুল ইসলাম, আতাউর রহমান মিফতা, গোলজার আহমদ প্রমুখ।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!