বঙ্গবন্ধু ফাউণ্ডেশন লণ্ডন মহানগরের উদ্যোগে গত ১৮ ই মার্চ (সোমবার) ইস্ট লণ্ডনের একটি হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা, শ্রদ্ধাঞ্জলি ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সভাপতি জনাব শামসুদ্দিন তালুকদার শামসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরওয়ার জাহানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন – বঙ্গবন্ধু ফাউণ্ডেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক হেলাল, যুক্তরাজ্য বঙ্গবন্ধু ফাউণ্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, যুক্তরাজ্য শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেন।
যুক্তরাজ্য শ্রমিক লীগের সহ-সভাপতি পীর আব্দুল কাইয়ুম, শাহাবুদ্দিন আহমেদ। যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিলু মিয়া তালুকদার, জাকির হোসেন, জাবেদুর রহমান চৌধুরী। যুক্তরাজ্য যুব শ্রমিক লীগের সভাপতি সৈয়দ বেলাল, লণ্ডন মহানগর বঙ্গবন্ধু ফাউণ্ডেশনের সহসভাপতিদের মধ্যে জনাব মতিউর রহমান, সোহেল আহমেদ, সায়েদ আহমেদ শাহীন। যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান, রুহুল আমিন চৌধুরী।
সাংগঠনিক সম্পাদকদের মধ্যে এম এ গণি, রাসেল সিরাজ, আবু ছলমান মুরাদ, সহ সাংগঠনিক সম্পাদক কামরান কমর। ট্রেজারার- আছাওর আলী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাজিদুর রশিদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসফাক রহমান সোহেল, কার্য নির্বাহী কমিটির সদস্য আব্দুল আলিম সহ আরো অনেক বঙ্গবন্ধু প্রিয় মানুষজন।