লেবাননে গত সোমবার (৭ জানুয়ারী) সন্ধ্যা আনুমানিক ০৬:১০ মিনিটের সময় প্রবাসী বাংলাদেশী মিন্টু মিয়া – সৈপাত (Choueifat) গান্দুর কোম্পানী থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে মেইনরোড পারাপার হওয়ার সময় চলন্ত গাড়ির ধাক্কায় মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আগাত পেয়ে এখন সৈপাত কামাল জুমলা হাসপাতালের আইসিইউ তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এমতাবস্থায় বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা ও সকল প্রবাসীদের দোয়া কামনা করা হচ্ছে।
মিন্টু মিয়ার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হোগলাকান্দি গ্রামে। তাঁর বাবার নাম মোকলেসুর রহমান।