বালাগঞ্জ পরিদর্শনে এসে এক ব্যস্ত দিন অতিবাহিত করেছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বালাগঞ্জ পরিদর্শনকালে তিনি গ্রাম আদালত কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনসহ সরকারি কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বালাগঞ্জ পরিদর্শনে এসে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রথমে বালাগঞ্জ সদর ইউনিয়নের গোপকানু কমিউনিটি সেণ্টার, বালাগঞ্জ তহসিল অফিস, বালাগঞ্জ ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় তিনি নির্মাণাধীন বালাগঞ্জ ভূমি অফিস প্রাঙ্গণে একটি নারিকেল গাছ রোপণ করেন।
এরপর জেলা প্রশাসক বিকালে উপজেলার বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ মন্ডল, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচএম শাহরিয়ার, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, আওয়ামী লীগ নেতা মো. মাসুক মিয়া, আনছার মিয়া, আব্দুল কাইয়ুম দুলাল, কাজী নজরুল ইসলাম, গ্রাম আদালত সহকারী রুহেনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।